Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩১, শনিবার ১১ মে ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেয়া হবে : শিক্ষামন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৯, ৭ জুলাই ২০২২

প্রিন্ট:

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেয়া হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বন্যায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে, দ্রুত সেগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হবে এবং বন্যায় যে সকল শিক্ষার্থীর বই নষ্ট হয়েছে, তাদের তালিকা করে বই দেয়া হবে।

দীপু মনি সন্ধ্যায় চাঁদপুর সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
দীপু মনি বলেন, শিক্ষার্থীদের বাদ কিংবা ফেল নয়, বিশ্ববিদ্যালয়গুলো তার ধারন ক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী বাছাই করে নিচ্ছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো ফেল করাচ্ছে, তা কিন্তু না। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ধারন ক্ষমতা রয়েছে। সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বাছাই করছে। যারা সেই পরীক্ষায় বাছাই হচ্ছে না, তারা যে অকৃতকার্য হচ্ছে, বিষয়টি এমন নয়।

ছাত্রলীগে অর্থের বিনিময়ে নেতা নির্বাচন বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। বিষয়গুলো দেখার জন্য দলীয় ফোরামে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন। তারা অভিযোগের সত্যতা খুঁজে দেখবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হেলাল হোসাইন প্রমুখ।
পরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগদান করেন শিক্ষামন্ত্রী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer