Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ফিফার বিশেষ পুরস্কার পেলেন রোনালদো

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৪, ১৮ জানুয়ারি ২০২২

প্রিন্ট:

ফিফার বিশেষ পুরস্কার পেলেন রোনালদো

ফিফার বর্ষসেরার শেষ তিনজনের তালিকায় জায়গা না পেলেও, ফিফার বিশেষ পুরস্কার হাতে উঠেছে সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর। সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলদাতার সিংহাসনে বসার স্বীকৃতি পান রোনালদো।

আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলি দাইয়ের করা ১০৯ গোলের রেকর্ড গত বছরই নিজের করে নেন রোনালদো। ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের পর্তুগালের হয়ে মোট গোলসংখ্যা ১১৫টি।

বয়সকে তোয়াক্কা না করে রোনালদো বরাবরের মতোই প্রত্যয়ী কণ্ঠে দিলেন এগিয়ে চলার বার্তা। জানালেন, ফুটবলের প্রতি তার নিবেদন ও ভালোবাসার কথা।

পুরস্কার পাওয়ার পর রোনালদো বলেন, `এখনও খেলাটির প্রতি এবং গোল করার প্রতি আমার আবেগ কাজ করে। পাঁচ বছর বয়স থেকে ফুটবল খেলছি। যখন আমি মাঠে যাই, এমনকি অনুশীলন করি, আগের মতোই অনুপ্রেরণা অনুভব করি। ক`দিনের মধ্যে ৩৭ বছর হবে আমার, কিন্তু আমি ভালো বোধ করছি। কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি।`

এদিকে সময়ের অন্যতম সেরা ফুটবলার ধন্যবাদ জানান তার সতীর্থদের। আর আন্তর্জাতিক ফুটবলে এমন কীর্তি গড়ে বেশ গর্বিত তিনি। রোনালদো বলেন, `প্রথমত গত ২০ বছর ধরে পাওয়া জাতীয় দলের সব সতীর্থ, যাদের সঙ্গে আমি খেলেছি, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। রেকর্ডটা ছিল ১০৯ গোলের, তাই তো? তাহলে এখন ছয়টা বেশি গোল আমার। আমি ভীষণ গর্বিত। ফিফার কাছ থেকে এটা আমার জন্য বিশেষ পুরস্কার। সংস্থাটিকে আমি ভীষণ শ্রদ্ধা করি।`

এদিকে লিওনেল মেসিকে টপকে ফিফার বর্ষসেরা পুরস্কার `ফিফা দ্য বেস্ট` জিতেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেওয়ানডোস্কি। নিজের সপ্তম ব্যালন ডি`অর পুরস্কার জেতার পরই অনেকে ধারণা করেছিল, `ফিফা দ্য বেস্ট` পুরস্কারেও এগিয়ে থাকবেন মেসি। তবে ব্যালনের মতো করে সপ্তম বারের মতো `ফিফা দ্য বেস্ট পুরস্কার` ঘরে তোলা হলো না মেসির। এখন পর্যন্ত ছয়বার `দ্য বেস্ট` জিতেছেন মেসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer