Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩১, শনিবার ১১ মে ২০২৪

পাটের সোনালী আঁশ আবার ফিরে আসবে :বস্ত্র ও পাট মন্ত্রী

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫০, ১০ মার্চ ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পাটের সোনালী আঁশ আবার ফিরে আসবে :বস্ত্র ও পাট মন্ত্রী

ছবি : বহুমাত্রিক.কম

সাভার :বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, সারাদেশে পাটের সোনালী আঁশ আবার ফিরে আসবে। এখন মানুষ প্লাষ্টিক বর্জন করেছে, দেশে প্লাষ্টিক ব্যবহার করায় পাটের দুর্যোগ নেমে এসেছিলো। নতুন আইটেম ও নতুন ডিজাইন দিয়ে পাটের পণ্য তৈরি করতে হবে।

রোববার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)’র নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি নিজেও দুর্নীতি করবো না, অন্যকেও দুর্ণীতি করতে দেবনা। আমার মন্ত্রণালয় থাকবে দুর্ণীতি মুক্ত। এখানে কেউ দুর্নীতি করতে পারবে না। আমার মন্ত্রাণলয়ের কোন কর্মকর্তা ও কর্মচারীরা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নবীন বরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করর্পোরেশন এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, নিটার অধ্যক্ষ ড. মিজানুর রহমান প্রমূখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer