Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

পদ্মা রেল সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ৮ আগস্ট ২০১৬

আপডেট: ২২:৩২, ৮ আগস্ট ২০১৬

প্রিন্ট:

পদ্মা রেল সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর

ছবি-পিআইডি

ঢাকা: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ও চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর মধ্যে সোমবার বিকেলে রাজধানীর রেল ভবনে এ চুক্তি সই হয়।

রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন এবং নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের পক্ষে ঝাং গুয়েকাই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নির্ধারিত সময়ের আগেই কাজটি শেষ করার অনুরোধ জানান। পদ্মা সেতু চালুর প্রথম দিন থেকেই যাতে করে ট্রেন চলতে পারে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য অনুরোধ করেন। একইভাবে এ প্রকল্পে সহায়তার জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন ও বাংলাদেশে নিযুক্ত চায়নার এম্বাসেডর মা মিংকিয়াং সহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer