Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দ্বিতীয় ম্যাচেই সিরিজ জিততে চায় বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ১০ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দ্বিতীয় ম্যাচেই সিরিজ জিততে চায় বাংলাদেশ

ঢাকা: সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচ জিতে তিন ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। তাই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই কাল সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে লড়াইয়ে নামে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে সিরিজের প্রথম ম্যাচেই বাজিমাত করে টাইগাররা। ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। বাংলাদেশী বোলিং তোপে ৯ উইকেটে মাত্র ১৯৫ রান পর্যন্ত যেতে সক্ষম হয় সফরকারীরা।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ২শতম ম্যাচে বাংলাদেশের জয় ও সেরা খেলোয়াড়ের স্বাদ পেয়েছেন অধিনায়ক মাশরাফি। দলের জয়ের পেছনে ভূমিকা রেখে ম্যাচ সেরা হতে পেরে খুশী মাশরাফি। প্রথম ম্যচ শেষে এমনটাই বলেছিলেন তিনি, ‘আসলে ওই রকম কিছু মনে হচ্ছে না। তবে অবশ্যই ম্যাচ সেরা হতে পারলে ভালো লাগে। সেটি খুবই স্বাভাবিক। বিশেষ করে আজকের ম্যাচটা যখন জিততে পেরেছি।’

পাশাপাশি নিজ দলের বোলারদের কৃতিত্বও দেন মাশরাফি, ‘ওয়েস্ট ইন্ডিজ ভালো করার চেষ্টা করেছিলো। কিন্তু যখনই চেষ্টা করেছে, তখনই আউট হয়েছে। বোলারদের তাই কৃতিত্ব দিতে হয়। মিরপুরের উইকেটে ক্রমাগত শটস খেলা কঠিন। যদি না সেট হয়ে যান। আমার মনে হয়, আমাদের বোলাররা ভালো জায়গায় বল করতে পেরেছে।’

সহজে ম্যাচ জিতলেও কিছু ভুল চোখে পড়েছে মাশরাফির। এ ব্যাপারে ম্যাশ বলেন, ‘মিরপুরের লো-স্কোরিং ম্যাচগুলো এমনই হয়। আমার মনে হয়, মুশফিক খুব ভালো ব্যাটিং করেছে। লিটনও ভালো করেছে। সাকিবের ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিলো। ফিল্ডিং-এ আমাদের কয়েকটি ক্যাচ পড়েছে। ব্যাটিং-এ হয়তো ৫ উইকেটের জায়গায় ৩ উইকেট পড়লে ভালো হতো। যেহেতু রানের চাপ কম ছিলো।’ তাই দ্বিতীয় ওয়ানডেতে ভুলগুলো শুধরে সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, সাইফ উদ্দিন, আবু হায়দার ও আরিফুল হক।

ওয়েস্ট ইন্ডিজ দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাাভো, রোস্টন চেজ, শাই হোপ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমায়ার, কেমো পল, কাইরন পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্রাফেট, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস ও ওশানে টমাস।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer