Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

দুই বছর বন্ধ থাকার পর আন্তর্জাতিক বিমান চলাচল শুরু চীনে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৭, ৬ জুলাই ২০২২

আপডেট: ১০:০৯, ৬ জুলাই ২০২২

প্রিন্ট:

দুই বছর বন্ধ থাকার পর আন্তর্জাতিক বিমান চলাচল শুরু চীনে

অতিমারীর কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর আন্তর্জাতিক বিমানের ওঠা-নামা শুরু হয়েছে চীনে। গত কয়েকদিন ধরে দেশটির বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর বিমান আশা-জাওয়া করছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট`র।

উল্লেখ্য প্রথম করোনা সংক্রমণ চীনেই ধরা পড়ে ২০২০ সালের শুরুতে। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে অতিমারীর রুপ নেয়। মহামারির শুরুতেই ২০২০ সালের মার্চ মাসেই চীনের সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে। এর ফলে বিশ্বের শতাধিক দেশের সঙ্গে দেশটির বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় এক বছর পর চলতি বছরের শুরুতে করোনা নিয়ন্ত্রণ বিধিনিষেধ শিথিল শুরু হয়। এরপর গত সপ্তাহে দেশটির করোনা নীতিতে আরও কিছু পরিবর্তন আনা হয়। তাতে বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনকালীন সময় ৭ দিন থেকে ৩ দিনে নামিয়ে আনা হয়।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন মতে, চায়নার বিমান কর্তৃপক্ষ গত মাসেই এক ঘোষণায় জানায়, অর্থনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আগামী জুলাই মাস থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে। ওই সময় কিছু কিছু এয়ারলাইন্স ফ্লাইট শুরু করে।

গত বৃহস্পতিবার এয়ার চায়না জানায়, তারা ইউরোপ ও এশিয়ার শহরগুলোতে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করেছে। প্রায় একই সঙ্গে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, চায়না সাউদার্ন এয়ারলাইন্স, হেইনান এয়ারলাইন্স ও শিয়ামেন এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটগুলোতে বিমান চলাচল শুরুর ঘোষণা দেয়। তবে ভারতের সাথে এখনও বিমান চলাচল শুরু হয়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer