Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

তাপমাত্রা বাড়তে পারে বৃহস্পতিবার থেকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ১৪ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

তাপমাত্রা বাড়তে পারে বৃহস্পতিবার থেকে

ঢাকা : রংপুর বিভাগের পুরোটা ও রাজশাহী বিভাগের কিছু অংশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকবে। তবে আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আর আগামী সপ্তাহে আবারও তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা, নওগাঁ এবং রংপুর বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। এ অবস্থা আরও দুইদিন অব্যাহত থাকতে পারে।আজও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সোমবারও সেখানকার তাপমাত্রা একই ছিল।

এছাড়া, ঢাকায় আজকের তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি, গতকাল ছিল ১২ দশমিক ১ ডিগ্রি। আজ ঢাকার তাপমাত্রা বেড়ে যাওয়ায় আগের তুলনায় শীত কম অনুভূত হচ্ছে।ময়মনসিংহে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২, সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ৫। চট্টগ্রামে আজ সর্বনিম্ন ১৪ দশমিক ২, সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ৭, সিলেটে সর্বনিম্ন ১৪ দশমিক ৫, সর্বোচ্চ ২৩ দশমিক ৫, রাজশাহীতে সর্বনিম্ন ৯ দশমিক ২, সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি, রংপুরে সর্বনিম্ন ১০ দশমিক ৬, সর্বোচ্চ ২৩ দশমিক ৫ সেলসিয়াস।

খুলনায় একই আছে আজকের তাপমাত্রা। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮, সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি। বরিশালে তাপমাত্রা দুই ডিগ্রি কমেছে। আজ সেখানে তাপমাত্রা ১০ দশমিক ৫, গতকাল ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘এখনও বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বইছে। রংপুর বিভাগের পুরোটা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় আজও শৈত্যপ্রবাহ বইছে। আগামীকালও (বুধবার) একই অবস্থা থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তিনি জানান, আগামী সপ্তাহে ফের তাপমাত্রা কমার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।’

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, যেসব এলাকার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা আরও কিছু কমতে পারে। দেশের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer