Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ট্রাফিক সিস্টেমে নতুন ফিচার নিয়ে আসলো গুগল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ৭ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

ট্রাফিক সিস্টেমে নতুন ফিচার নিয়ে আসলো গুগল

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের ম্যাপসে যুক্ত করছে ট্রাফিক লাইটস দেখার ফিচার। কোন রাস্তায় গেলে সিগন্যালে পড়তে হবে কিনা তা আগেভাগে ম্যাপ দেখেই বোঝা যাবে।

শুক্রবার অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ব্যবহারকারীদের জন্যও ফিচারটি উন্মুক্ত করে গুগল। এরআগে গত জুলাইয়ে পরীক্ষামূলকভাবে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফিচারটি দেখতে পারছিলেন।

গত মাসে কালার ম্যাপিং অ্যালগোরিদমিক টেকনিক যুক্ত একটি ফিচার আনে গুগল। এ আপডেটের ফলে শহর, বন, পর্বত ও মরু এলাকার পার্থক্য ম্যাপস দেখেই চেনা যাচ্ছে। ঘন বনাঞ্চলের রং দেয়া হয়েছে গাঢ় সবুজ। অল্প গাছপালা বা ঝোপঝাড় বোঝাতে ব্যবহার করা হয়েছে হালকা সবুজ রং। লন্ডন, নিউইয়র্ক ও সান-ফ্রান্সিসকোর মতো বড় বড় শহরের সড়ক দ্বীপ ও ফুটপাথও আলাদাভাবে চেনা যাচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশের বন্যাকবলিত মানুষকে সাহায্য করতে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এবার ভারতের পাশাপাশি বাংলাদেশের কিছু অঞ্চলে রিয়েল টাইমে বন্যার পূর্বাভাস দেওয়া হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer