Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ২২ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা :  দিবা-রাত্রির গোলাপি বলের টেস্টকে চ্যালেঞ্জিং মনে করছে বাংলাদেশ এবং ভারত। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কিংবা বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সে কথা জানাতে দ্বিধা করেননি। ইডেন গার্ডেনে উচ্ছ্বাসার ঐতিহাসিক টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশে এ ম্যাচে দুই পরিবর্তন এসেছে। ইন্দোর টেস্টের একাদশে থাকা দুই স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদি মিরাজ নেই ঐতিহাসিক গোলাপি বলের এই টেস্টে। তবে তরুণ স্পিনার নাঈম হাসান একাদশে ঢুকেছেন। এছাড়া একজন স্পিনার কমিয়ে নেওয়া হয়েছে বাড়তি এক পেসার। প্রথম টেস্টের দলে থাকা আবু জায়েদ এবং ইবাদতের সঙ্গে একাদশে ঢুকেছেন আল আমিন হোসেন। ভারতীয় একাদশে নেই কোন পরিবর্তন।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, নাঈম হাসান, আবু জায়েদ, আল আমিন হোসেন, ইবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, রবিশচন্দন অশ্বিন, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer