Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

জার্মান কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ২৬ মে ২০১৯

প্রিন্ট:

জার্মান কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

ঢাকা : রবের্ত লেভানদফস্কির জোড়ায় লাইপজিগকে হারিয়ে জার্মান কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। শনিবার বার্লিনে বাংলাদেশ সময় রাতে ফাইনালে ৩-০ গোলে জিতে নিকো কোভাচের দল। দলটির অন্য গোলটি করেন কিংসলে কোমান। দুই মৌসুম পর আবারও ঘরোয়া ডাবল জিতল বায়ার্ন।

বায়ার্ন অবশ্য শনিবার শুরুতেই গোল খেতে বসেছিল। কিন্তু চোট কাটিয়ে ফেরা গোলরক্ষক মানুয়েল নয়ারের নৈপুণ্যে ম্যাচের দশম মিনিটে বেঁচে যায়। ডেনমার্কের ফরোয়ার্ড ইউসুফ পৌলসেনের হেড ঝাঁপিয়ে রুখে দেন জার্মান গোলরক্ষক। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকা ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। অস্ট্রিয়ান ডিফেন্ডার দাভিদ আলাবার ক্রসে হেডে জাল খুঁজে নেন এবারের বুন্ডেসলিগায় সর্বোচ্চ ২২ গোল করা লেভানদফস্কি।

বিরতির পর শুরুতেই সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট করে লাইপজিগের সুইডিশ মিডফিল্ডার এমিল ফর্সবার্গ। গোলরক্ষক নয়ারকে একা পেয়েও জালের দেখা পাননি তিনি। তবে বসে ছিল না বায়ার্ন। ম্যাচের ৭৮তম মিনিটে উল্টো আবারও প্রতিপক্ষের জালে বল জড়িয়ে শিরোপা স্বপ্ন আরও জোড়াল করে। সে সময় ডান পায়ে বল নামিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান কোমান। এর ৭ মিনিট পর চিপ শটে গোলরক্ষকের উপর দিয়ে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন লেভানদফস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এটি তার ৪০তম গোল।

জার্মানির দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় এ নিয়ে রেকর্ড ১৯তম শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। এরআগে গত শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের জালে গোল উৎসব করে বুন্দেসলিগায় টানা সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer