Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

চলতি বছরের নভেম্বর ছিল দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার মাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৩, ১৭ ডিসেম্বর ২০১৯

আপডেট: ২০:০৬, ১৭ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

চলতি বছরের নভেম্বর ছিল দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার মাস

ঢাকা : পৃথিবীর তাপমাত্রার গত ১৪০ বছরের ইতিহাসে নভেম্বর ছিল দ্বিতীয় সর্বোচ্চ গরমের মাস।
একটি মার্কিন সরকারি সংস্থা সোমবার এ কথা জানিয়েছে।একইসঙ্গে সংস্থাটি বলেছে, মেরুঅঞ্চলের বরফও রেকর্ড পরিমাণে গলে যাচ্ছে।

ইউএস ন্যাশনাল ওশেনিক এন্ড এটমোসফেরিক এডমিনিষ্ট্রেশান আরো বলছে, ২০১৯ সালের নভেম্বর মাসে ভূমি ও সাগর পৃষ্ঠের তাপমাত্রা ছিল ০.৯২ ডিগ্রী সেলসিয়াস যা বিশ শতকের গড় তাপমাত্রার চেয়ে বেশি। বিশ্বে সবচেয়ে বেশি গরমের পাঁচটি নভেম্বর মাসই ২০১৩ সালের পর থেকে শুরু হয়েছে।

এদিকে উত্তর ও দক্ষিণ উভয় মেরেুতে বরফের আকার ২০১৬ সালের পর দ্বিতীয় সর্বনি¤œ অবস্থায় পৌঁছেছে। উত্তর মেরুতে ১৯৮১-২০১০ সালের চেয়ে বরফের পরিমাণ ১২.৮ শতাংশ কমেছে। দক্ষিণ মেরুতে কমেছে গড়ে ৬.৪ শতাংশ।

বিশ্বের জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের টানা সম্মেলন রোববার শেষ হয়েছে। কিন্তু সম্মেলনে জলবায়ু পরিবর্তন রোধে জোরালো কোন সম্ভাবনা তৈরি করা সম্ভব হয়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer