Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

কুবিতে শিক্ষকের অভিযোগের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

রিদওয়ানুল ইসলাম,কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৬, ২০ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

কুবিতে শিক্ষকের অভিযোগের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান আলী রেজওয়ান তালুকদারকে ষড়যন্ত্রমূলক ভাবে যৌন হয়রানি অভিযোগে ফাঁসানোর বিরুদ্ধে মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে মানববন্ধন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে আনীত অভিযোগকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে
বলেন, আমাদের মতো দেশে একটাই সমস্যা কেউ যখন উপরে উঠতে চায়, তখনই তাকে নানা কৌশলে নিচে নামানো হয়। আলী রেজওয়ান তালুকদার বিশ্ববিদ্যালয়ের একজন পরিচিত শিক্ষক। তার বিরুদ্ধে এসব অভিযোগ একবারেই ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, আজগুবি।

মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, এক শ্রেণীর অসাধুচক্র উনার প্রতি হিংসাত্মক মনোভাবের কারণে এসব অপ্রচার চালাচ্ছে।

তাছাড়া অভিযোগকারী ঐ শিক্ষার্থী এখন পর্যন্ত সুনির্দিষ্ট প্রমাণও দেখাতে পারে নাই। আমরা এর সুষ্ঠু প্রতিকার চাই। প্রশাসনের কাছে অনুরোধ করবো যেন তারা বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি (বুধবার) ইংরেজী বিভাগের অধীনে সন্ধ্যাকালীন স্নাতকোত্তর (ইএমএ) কোর্সের এক শিক্ষার্থী প্রোগ্রাম ডিরেক্টর এবং ওই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের নিকট আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে অভিযোগ জমা দেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer