Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৬ ১৪৩১, শনিবার ১১ মে ২০২৪

ইসরাইলকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেবে না কুয়েত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ৩ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

ইসরাইলকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেবে না কুয়েত

সৌদি আরব নিজেদের আকাশসীমা ইসরাইলকে নিয়মিতভাবে ব্যবহারের অনুমতি দিলেও সে সুযোগ দেবে না কুয়েত। ইসরায়েলি বিমান সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় কুয়েতের আকাশসীমা ব্যবহার করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তা প্রত্যাখ্যান করেছে দেশটি। সরকারি সূত্রের বরাত দিয়ে কুয়েতের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ইসরাইলের বিমানকে সৌদি আরব নিজেদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছে।

খবরে আরও বলা হয়, দুবাইয়ের অনুরোধের পর আরব আমিরাতের সঙ্গে যেকোনো দেশ থেকে বিমান যোগাযোগে সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করার অনুমতি দিয়ে ঘোষণা পত্র প্রকাশ করা হয়। এতে করে দুবাই ও তেলআবিবের মধ্যে বিমান যোগাযোগের সময় ও খরচ অর্ধেক কমে আসবে।

এদিকে, কুয়েত সরকার জানিয়েছে, কুয়েতের আকাশ ইসরায়েলি বিমান ব্যবহার করেছে বলে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন। ইসরাইলের কোনো বিমানকে কোনোদিনই আকাশসীমা ব্যবহার করতে দেবে না কুয়েত। এছাড়া ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করবে না বলেও জানানো হয়েছে কুয়েত সরকারের পক্ষ থেকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer