Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

আমাদের অবশ্যই প্রকৃতির যত্ন নিতে হবে: গুতেরেস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ৫ জুন ২০২০

প্রিন্ট:

আমাদের অবশ্যই প্রকৃতির যত্ন নিতে হবে: গুতেরেস

প্রকৃতি সবার কাছে একটি পরিষ্কার বার্তা পাঠিয়েছে উল্লেখ করে সবাইকে প্রকৃতির যত্ন নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ‘মানব সমাজকে ভালো রাখতে হলে, প্রকৃতিকেও ভালো রাখতে হবে।’

এ জন্য বিশ্ব সম্প্রদায়কে পথ পরিবর্তন করতে হবে উল্লেখ করে জাতিসংঘ প্রধান বলেন, ‘আমরা যা ক্রয় এবং ব্যবহার করি আসুন তা পুনর্বিবেচনা করি।’তিনি বলেন, ‘প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করে আমরা নিজেদেরই ক্ষতি করছি।’

‘প্রাকৃতিক আবাসস্থলের অবক্ষয় এবং জীববৈচিত্র্যের হ্রাস ত্বরান্বিত হচ্ছে। এর ফলে জলবায়ুর বিপর্যয় আরও খারাপের দিকে যাচ্ছে,’ যোগ করেন গুতেরেস।

তিনি বলেন, দাবানল, বন্যা, খরা এবং শক্তিশালী ঝড়গুলো আরও ঘন ঘন এবং তীব্রতর হচ্ছে। মহাসাগরগুলো উত্তপ্ত হচ্ছে এবং তাদের অম্লত্ব বাড়ছে। এর ফলেই সমুদ্রের তলদেশে প্রবালের উপনিবেশ ধ্বংস হচ্ছে।

‘এবং এখন, একটি নতুন করোনাভাইরাস হিংস্র হয়ে উঠেছে, যা মানুষের স্বাস্থ্য এবং জীবিকার ক্ষতি করছে,’ বলেন জাতিসংঘ মহাসচিব।

তিনি সবাইকে টেকসই অভ্যাস ও রীতি, কৃষিকাজ এবং ব্যবসায়িক মডেলগুলো অবলম্বন করারও আহ্বান জানান।

‘আসুন একটি সবুজ এবং পরিপুষ্ট ভবিষ্যতের অঙ্গীকার করি,’ বলেন গুতেরেস।

তিনি আরও বলেন, ‘উন্নততর পুনর্নির্মাণের জন্য প্রকৃতিকে আমাদের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে।’

‘এ বিশ্ব পরিবেশ দিবস হোক প্রকৃতির সময়,’ যোগ করেন জাতিসংঘ প্রধান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer