Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

অশ্লীল চলচ্চিত্র নির্মাণ বন্ধে টাস্কফোর্স গঠন হয়েছে:তথ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অশ্লীল চলচ্চিত্র নির্মাণ বন্ধে টাস্কফোর্স গঠন হয়েছে:তথ্যমন্ত্রী

ঢাকা : অশ্লীল চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন এবং ভিডিও পাইরেসী বন্ধকল্পে তথ্য মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করেছে।সোমবার সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ এ কথা জানান।

মন্ত্রী জানান, এই টাস্কফোর্স পণ্য বা অশ্লীল ভিডিও এবং পাইরেসীর কারণে সিডি ও ভিডিও জব্দ করে থাকে। এছাড়া দায়ীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার করে থাকে।

তিনি জানান, অশ্লীল চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন এবং ভিডিও পাইরেসী রোধকল্পে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মনিটরিং সেলও গঠন করা হয়েছে।

মোহাম্মদ হাছান মাহমুদ বলেন, সৃষ্টিশীল চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করার জন্য প্রতিবছর পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে সরকারি অনুদান প্রদান করা হয়ে থাকে।

তিনি জানান, ২০১৭-১৮ অর্থবছরে ৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুকূলে ২ কোটি ৮০ লাখ টাকা এবং ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুকূলে ৬০ লাখ টাকাসহ সর্বমোট ৩ কোটি ৪০ লাখ টাকা সরকারি অনুদান প্রদান করা হয়েছে।

মন্ত্রী জানান, ২০১৮-১৯ অর্থবছরে অনুদান প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer