Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

চীনে টর্নেডোর ভয়ংকর ছোবল, নিহত ১২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ১৫ মে ২০২১

প্রিন্ট:

চীনে টর্নেডোর ভয়ংকর ছোবল, নিহত ১২

পরপর দুটি ভয়ংকর টর্নেডোর আঘাতে চীনে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চীনের সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা টর্নেডোর কবলে পড়ে আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ।

স্থানীয় সরকারের কর্মকর্তারা জানান, চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ের রাজধানী শহর উহানে ছয় জন এবং চীনের উত্তরাঞ্চলীয় জিয়াংশু প্রদেশের ছোট শহর শেংঝেতে আরও ৬ জন টর্নেডোর আঘাতে প্রাণ হারিয়েছেন।

রয়টার্স জানায়,শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শেংঝেতে প্রথম টর্নেডোটি আঘাত হানলে কারখানার ভবন ধস এবং বিদ্যুতিক স্থাপনা ব্যপক ক্ষতিগ্রস্ত হয়। শহর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় এতে ৬ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছে।

পরে রাত পৌনে ৯টার দিকে ঘণ্টায় ৮৬ কিলোমিটার গতিবেগে দ্বিতীয় টর্নেডোটি উহানে আঘাত হানে।উহানে টর্নেডোর কবলে ৬ জন নিহত ও ২১৮ জন আহত হয়েছেন।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে শিনহুয়া জানায়, উহানে প্রায় ২৭টি বাড়ি ধসে গেছে, আরও ১৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables