Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

মালিতে বন্দুকধারীর হামলায় নিহত ২১

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

মালিতে বন্দুকধারীর হামলায় নিহত ২১

পশ্চিম আফ্রিকার দেশ মালির মোপ্তি অঞ্চলের ওগোসসাগো গ্রামে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালের এই ঘটনায় ওই গ্রামের বহু ঘর বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি গ্রামটিতে ব্যাপক লুটপাট চালানো হয়েছে।

তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকারে করেনি।হামলার বিষয়ে ওগোসসাগো গ্রামের প্রধান আলী ওসমানী বলেন, বেশ কয়েক ঘণ্টা ধরে বন্দুকধারীরা তাণ্ডব চালায়। সরকার এ অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পর এই হামলার ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওগোসসাগো গ্রামটিতে মুসলিম সম্প্রদায়ের ফুলানি গোষ্ঠীর মানুষরাই বসবাস করে।

গত বছরের মার্চ মাসেও ওগোসসাগো গ্রামে সন্ত্রাসীদের হামলায় প্রায় একশ পঞ্চাশ জন নিহত হয়েছিলেন। ২০১২ সালে মালির বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদাপন্থী জঙ্গিরা। এরপর থেকেই দেশটিতে সশস্ত্র হামলার ঘটনা বেড়ে গেছে। গত বছরই শুধু মধ্য মালিতে প্রায় ৪৫০ জন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables