Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, রোববার ২৮ এপ্রিল ২০২৪

নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা বলিভিয়ার বিরোধী সিনেটরের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ১৩ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা বলিভিয়ার বিরোধী সিনেটরের

ঢাকা : বলিভিয়ার বিরোধী সিনেটর জেনিন অ্যানেজ মঙ্গলবার নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। 

এর আগে গত রবিবার বলিভিয়ার প্রথম নৃতাত্ত্বিক প্রেসিডেন্ট ইভো মোরালেস গত মাসের নির্বাচনে কারচুপি এবং এটাকে কেন্দ্র করে বিক্ষোভের মুখে রবিবার পদত্যাগে বাধ্য হন। সেইসঙ্গে সোমবার দেশে থেকে পালিয়ে মেক্সিকোতে আশ্রয় নিয়েছেন তিনি। এরপরই অ্যানেজ নিজেকে প্রেসেডেন্ট হিসেবে ঘোষণা করলেন।তবে ইভো মোরালেস বিরোধী সিনেটরের এমন ঘোষণায় তীব্র নিন্দা জানিয়েছেন।

অ্যানেজ বলেছেন, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সুনির্দিষ্ট অনুপস্থিতির আগে... সিনেটরের প্রধান হিসেবে, সাংবিধানিক আদেশ অনুযায়ী আমি প্রেসিডেন্টের পদের দাবিদার।তবে অ্যানেজের এমন ঘোষণা মোরালেসের দল প্রত্যাখ্যান করেছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer