Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

শ্রীলংকায় ৫ জানুয়ারি আগাম নির্বাচন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৬, ১০ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শ্রীলংকায় ৫ জানুয়ারি আগাম নির্বাচন

ঢাকা : শ্রীলংকার আগামী সাধারণ নির্বাচনের প্রায় দুই বছর আগেই দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট মাইথিলা সিরিসেনা। শুক্রবার দিবাগত রাতে সই করা এক প্রজ্ঞাপনে ২২৫ আসনের পার্লামেন্ট ভাঙার ঘোষণা দেন সিরিসেনা।

আগামী ৫ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রায় দুই বছর আগেই আগাম নির্বাচনের ঘোষণা দিলেন সিরিসেনা।

নির্বাচনের ঘোষণায় নতুন মোড় নিয়েছে শ্রীলংকায় সাংবিধানিক সংকট। সিরিসেনার এ সিদ্ধান্তকেও অবৈধ বলে অভিহিত করেছে রনিল বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)। তবে এ নির্বাচনে ইতিমধ্যে লড়াইয়ের আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ইউএনপি এমপি রাজনাথ সেনা ও ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট (ইউএনএফ)।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer