Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৪ ১৪৩১, সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানের রেলস্টেশনে বিস্ফোরণ : নিহত ১৬

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ৯ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

পাকিস্তানের রেলস্টেশনে বিস্ফোরণ : নিহত ১৬

ছবি- সংগৃহীত

পাকিস্তানের কোয়েটা রেলস্টেশনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। কোয়েটার সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মোহাম্মদ বালোচ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খবর ডনের।

তিনি বলেন, ঘটনাটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’ বলে মনে হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।এসএসপি বালোচ সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বিস্ফোরণের সময় একটি ট্রেন পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্ল্যাটফর্মে প্রস্তুতি নিচ্ছিল।

এদিকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করা হচ্ছে। বোম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer