Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

গ্যাংস্টারদের সাক্ষাৎকার নিতে গিয়ে অপহরণের শিকার ইউটিউবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ৩০ মার্চ ২০২৪

প্রিন্ট:

গ্যাংস্টারদের সাক্ষাৎকার নিতে গিয়ে অপহরণের শিকার ইউটিউবার

ছবি- সংগৃহীত

গ্যাংস্টারদের সাক্ষাৎকার নিতে গিয়ে হাইতিতে অপহরণের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের এক ইউটিউবার।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, অপহরণের শিকার ওই ইউটিউবারের নাম অ্যাডিসন পিয়েরে মালুফ। আমেরিকান এই ইউটিউবার হাইতিতে গ্যাংস্টারদের সাক্ষাৎকার নিতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন।

জর্জিয়ার বাসিন্দা মালুফ ইউটিউবে ইউরফেলোআরব অথবা আরব হিসেবে পরিচিত। গ্যাংস্টারদের সাক্ষাৎকার নিতে হাইতিতে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে গত ১৪ মার্চ ৪০০ মাওজো গ্যাংয়ের সদস্যরা তাকে অপহরণ করেন।

মালুফের সঙ্গে হাইতিয়ান এক নাগরিককেও অপহরণ করা হয়। অপহরণকারীর মালুফের মুক্তির জন্য ৬ লাখ ডলার দাবি করছে। তাদেরকে এরইমধ্যে ৪০ হাজার ডলার দিয়েছেন মালুফের পরিবার।

মার্কিন এই ইউটিউবারের ইউটিউব চ্যানেলে ১৪ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। তিনি বিশ্বের বিপজ্জনক স্থানগুলো অন্বেষণের করে থাকেন।

মালুফের নিখোঁজ হওয়ার খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর তার সহকর্মী লালেম নিশ্চিত করেছেন যে, তার বন্ধুকে জিম্মি করা হয়েছে।  

গত ১০ মার্চ হাইতি যাওয়ার আগে মালুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি যদি বেঁচে থাকি, তা হবে ঈশ্বরের মহিমা।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer