Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ২২ মার্চ ২০২৪

প্রিন্ট:

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফাইল ছবি

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার এই ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং সুনামিরও কোনো আশঙ্কা নেই।

ইন্দোনেশিয়ার জিওফিজিকস এজেন্সি (বিকেএমজি) জানিয়েছে, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের তীরে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় ৬.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে।

বিকেএমজি আরো জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে। পূর্ব জাভার রাজধানী সুরাবায়া এবং পার্শ্ববর্তী প্রদেশের শহরগুলোতে এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।

সূত্র : আল-অ্যারাবিয়া।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer