Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৩ ১৪৩০, মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩

তুরস্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বোমা হামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ১ অক্টোবর ২০২৩

আপডেট: ১৫:৩৩, ১ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

তুরস্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বোমা হামলা

ফাইল ছবি

তুরস্কের আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে বোমা হামলা চালানো হয়েছে। আজ স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটেছে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকিয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানান, এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। আজ রবিবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, দুই সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। তাদের একজন বিস্ফোরণে নিহত হয়েছেন এবং অপরজনকে কতৃপক্ষ ‘নিষ্ক্রিয়’ করেছে।মন্ত্রণালয় জানিয়েছে, দুইজন সন্ত্রাসী হালকা সামরিক যানে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক সচিবালয়ের প্রবেশপথের সামনে এসে পৌঁছায় এবং বোমা হামলা চালায়।’

এর আগে তুরস্কের গণমাধ্যম জানায়, পার্লামেন্ট ও মন্ত্রণালয় ভবনের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer