Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৯ ১৪২৯, শুক্রবার ২৪ মার্চ ২০২৩

চিলিতে ভয়াবহ দাবানলে ২২ জনের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০০, ৫ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

চিলিতে ভয়াবহ দাবানলে ২২ জনের মৃত্যু

ফাইল ছবি

দক্ষিণ-মধ্য চিলিতে ব্যাপক দাবানলে অন্তত ২২ জন মারা গেছেন। আহত হয়েছেন ৫৫৪ জন। শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা নিশ্চিত করেছেন যে ২২ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১ হাজার ৪২৯ জন। এদিকে ৫৫৪ জন আহত হয়েছে আর ১৬ জন গুরুতর দগ্ধ হয়েছে।

তোহা বলেন, এক বছরে যে পরিমান বনভূমি দাবানলে পুড়ে যায় সে পরিমাণ বনভূমি সম্প্রতি ঘটে যাওয়া ২৮ টি আগুনের ঘটনায় তা পুড়ে গেছে। 

মন্ত্রী চিলির বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত অঞ্চলে রেকর্ড উচ্চ তাপমাত্রার কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, থার্মোমিটার এমন স্তরে পৌঁছেছে যা আমরা এখন পর্যন্ত দেখিনি।

শনিবার, রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক টুইটারের মাধ্যমে ঘোষণা করেছেন যে প্রতিবেশি আর্জেন্টিনা চিলির দক্ষিণ-মধ্য অঞ্চলে দাবানল মোকাবেলায় অগ্নিনির্বাপক বাহিনী এবং যন্ত্রপাতি পাঠাবে। অন্যান্য দেশ থেকেও দাবানল মোকাবেলায় সহায়তা চাইবেন বলে জানিয়েছেন বোরিক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer