Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫

কর্মদক্ষ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫০, ৭ অক্টোবর ২০২১

প্রিন্ট:

কর্মদক্ষ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

ছবি- বহুমাত্রিক.কম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার কর্মদক্ষ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে কমলগঞ্জ পৌর মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি আনুষ্ঠানিকভাবে ৯ জন কর্মদক্ষ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

কমলগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব আহাদ মোঃ সাঈদ হায়দার, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পৌরসভার কাউন্সিলর ছাদ আলী, বখতিয়ার খান, আনসার শোকরানা মান্না, সৈয়দ জামাল হোসেন, মহিলা কাউন্সিলর শিউলি আক্তার শাপলা প্রমূখ।

বহুমাত্রিক.কম