Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

এবার ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা মালালা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫, ২ জুন ২০২১

প্রিন্ট:

এবার ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা মালালা

এবার ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হিসেবে দেখা যাবে পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই।

সিএনএনের খবরে বলা হয়েছে, জুলাই সংখ্যায় তাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করা হচ্ছে। ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ফটোশুটে কোনও গ্ল্যামারাস পোশাক পরছেন না। বরং নিখাদ পাকিস্তানি কন্যার সাজেই ছবি তুলেছেন এই তরুণী।

ম্যাগাজিনটির সঙ্গে সংক্ষিপ্ত জীবনকথায় ব্যক্তিজীবন, বিশ্বাস, লেখাপড়া ও টুইটারে সক্রিয়তাসহ নানা বিষয়ে আলোচনা করেছেন।

এই অক্সফোর্ড স্নাতক বলেন, একজন কিশোরী হৃদয় যে শক্তি বহন করে সে সম্পর্কে আমি জানি।

ম্যাগাজিনটিতে গ্রেটা থুনবার্গ ও এমা গনজালেসের মতো কিশোরী সংগঠকদের সঙ্গে বন্ধুত্ব নিয়েও মালালা কথা বলেছেন।

সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকসহ বেশ কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্ব ভোগের জুলাই সংখ্যার প্রধান মুখ মালালাকে নিয়ে কথা বলেছেন।

মালালাকে সত্যিই অসাধারণ বলে তারিফ করেছেন মিশেল ওবামা। আর টিম কুক বলেছেন, তার মতো আর একজনও আছে বলে আমি মনে করি না।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables