ফাইল ছবি
চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হবে। রমজানে পর্যটকের ভাটা পড়তে পারে এই শঙ্কায় সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।। সোমবার থেকে বন্ধ হচ্ছে কক্সবাজার-সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল।
কক্সবাজারের ইনানীর নৌ-বাহিনী জেটিঘাট থেকে সেন্টমার্টিন রুটে চলাচল করে এমভি বারো আউলিয়া জাহাজ। এর পরিচালক মাহাবুব হোসেন জানান, ‘মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি গ্রামগুলোতে চলা সংঘাতের কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল প্রশাসন। এরপরও পর্যটকদের কথা মাথায় নিয়ে ইনানী জেটিঘাট থেকে কর্ণফুলি ও এমভি বারো আউলিয়া নামের পর্যটকবাহী জাহাজ দুটি চলাচল করছিল। রমজান মাসে পর্যটকের সংখ্যা কমে যাবে। প্রতিবছর এমন হয়ে থাকে। তাই লোকসান এড়াতে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তিনি বলেন, জাহাজ মালিকদের সিদ্ধান্ত মতে সোমবার থেকে পর্যটকবাহী এ জাহাজ দুটি সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে আর ছেড়ে যাবে না।’
কর্ণফুলি ক্রুজলাইনের অ্যাডমিন মো. নুরুল আলম বলেন, ‘ইনানীতে জেটি সংস্থাপন কাজ এবং এপ্রিল মাসের আবহাওয়া ও কাল বৈশাখী ঝড়ের কথা বিবেচনা করে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রমজান মাস এবং ঈদুল ফিতরে এমভি বারোআউলিয়া ও কর্ণফুলি এক্সপেস জাহাজ চলাচল বন্ধ থাকবে।
মূলত চলতি মৌসুমে জাহাজ চলাচলের ইতি টানা হয়েছে। আশা করি, আগামী পর্যটন মৌসুম সেপ্টেম্বর মাস হতে পর্যটকবাহী সব জাহাজ কক্সবাজার থেকে সেন্টমার্টিন পুনরায় চলাচল করবে।’
কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, ‘সোমবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ থাকছে। মূলত চলতি মৌসুমে ৩১ মার্চ পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল করে। কিন্তু এরইমধ্যে রমজান শুরু হচ্ছে তাই জাহাজ কর্তৃপক্ষ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ বন্ধ ঘোষণা করেছে।’