Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঈদ করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭, ৮ আগস্ট ২০১৯

প্রিন্ট:

ঈদ করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী

ঢাকা : পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে কর্মজীবি মানুষ। বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর বাস-ট্রেন-লঞ্চে করে পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছাড়ছে বিপুল সংখ্যক মানুষ। ফলে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা।

সকাল থেকে মুষলধারে বৃষ্টি আর রাস্তার জলাবদ্ধতায় ভোগান্তি বাড়ে। ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে দুর্ভোগ আরো বাড়ে। ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যাত্রীর চাপে পরিবার-পরিজন নিয়ে ট্রেনে উঠতে বেশ বেগ পোহাতে হচ্ছে তাদের।

আজ কমলাপুর থেকে ৩টি স্পেশাল ট্রেনসহ ৩৭ টি ট্রেনে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। অন্যান্য গন্তব্যের শিডিউলে কিছুটা বিলম্ব থাকলেও উত্তরবঙ্গের ট্রেন ছাড়তে প্রায় ২থেকে ৩ ঘণ্টা লেগে যাচ্ছে। বাস টার্মিনালেও রয়েছে যাত্রী চাপ। তবে সব ভোগান্তি উপেক্ষা করে বাস ট্রেনে উঠতে পেরেই খুশী ঘরমুখো মানুষ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables