Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৫ ১৪৩২, রোববার ৩১ আগস্ট ২০২৫

গাজীপুরে ৫ কারখানার শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ৯ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

গাজীপুরে ৫ কারখানার শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছবি- সংগৃহীত

গাজীপুরের বাসন এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা। শনিবার সকাল ৮টা থেকে মহাসড়ক অবরোধ করেন তারা।এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তি পড়েন যাত্রীরা। 

ওই কারখানাগুলো হলো-টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, বেসিক ক্লোথিং লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো, বেসিক নিটওয়্যার লিমিটেড ও অ্যাপারেল আর্ট লিমিটেড।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা থাকলেও ব্যর্থ হয় কারখানা কর্তৃপক্ষ। পরে ২৪ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনী, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। এতে সেপ্টেম্বর মাসের বেতন ৩ নভেম্বর ও অক্টোবর মাসের বেতন ২০ নভেম্বর পরিশোধের কথা জানানো হয়। 

গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিদর্শক বায়েজিদ মিয়া জানান, মহাসড়কে টিএনজেড গ্রুপের প্রায় ১২০০ শ্রমিক অবস্থান নিয়েছেন। তারা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables