Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

প্রথমবারের মতো শুক্রবার চলছে মেট্রোরেল : খুলেছে কাজীপাড়া স্টেশন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ২০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৯:২৭, ২০ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

প্রথমবারের মতো শুক্রবার চলছে মেট্রোরেল : খুলেছে কাজীপাড়া স্টেশন

ফাইল ছবি

উদ্বোধনের পরে প্রথমবারের মতো শুক্রবার উত্তরা-মতিঝিল রুটে চললো মেট্রোরেল।এছাড়া, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন চলাকালে সংঘর্ষের ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলে দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়। মেট্রোরেল পরিচালনা কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি ১২ মিনিট পরপর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন।’

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করা হয় এবং পরদিন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables