Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ফাইল ছবি

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ট্র্যাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে

ডিএমপি জানায়, অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ সুশৃঙ্খলভাবে পালনের জন্য কেন্দ্রীয় শহিদ মিনার ও পার্শ্ববর্তী এলাকাসমূহে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার বিকেল ৩টা পর্যন্ত নিম্নোলিখিত পয়েন্টে রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে:

১. শাহবাগ ক্রসিং, ২. টিএসসি ক্রসিং, ৩. দোয়েল চত্বর ক্রসিং, ৪. হাইকোর্ট ক্রসিং, ৫. শহিদুল্লাহ হল ক্রসিং, ৬. জিমনেশিয়াম মাঠ গেইট, ৭. রোমানা ক্রসিং, ৮. জগন্নাথ হল ক্রসিং, ৯. ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং, ১০. নীলক্ষেত ক্রসিং, ১১. পলাশী ক্রসিং, ১২. বকশি বাজার ক্রসিং, ১৩. চাঁনখারপুল ক্রসিং

যানবাহন চলাচলের বিকল্প রাস্তা

১. কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং

২. শাহবাগ ক্রসিং- কাঁটাবন ক্রসিং- বাঁটা সিগন্যাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড

৩. শাহবাগ ক্রসিং- মৎস্য ভবন ক্রসিং- কদমফোয়ারা ক্রসিং- হাইকোর্ট ক্রসিং- আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং

৪. হাইকোর্ট ক্রসিং- বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স- গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়ীয়া ক্রসিং

৫. শাহবাগ ক্রসিং- হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং- বাংলামোটর ক্রসিং- সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং।

৬. বকশীবাজার ক্রসিং- চাঁনখারপুল ক্রসিং- নিমতলী  ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।

পথ নির্দেশনা

প্রবেশ নিষেধ:

১. বকশি বাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক

২. চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক

৩টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক

৪. উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়ক

পায়ে হেঁটে চলাচল

পলাশী ক্রসিং থেকে শহিদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং

গাড়ি পার্কিংয়ের স্থান

১. জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি)

২. মোকাররম ভবন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইন শৃঙ্খলা বাহিনী)

৩. নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং (সর্বসাধারণ)
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer