
ছবি- সংগৃহীত
ভোরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ঢাকা-সিলেট মহাসড়কে বন্ধ হয়ে যাওয়া যান চলাচল স্বাভাবিক হয়েছে
বুধবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু হয়। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বুধবার (৭ জুন) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা থানাধীন নাজিরবাজার এলাকায় ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে ১২ জন নিহত ও ১৩ জন আহত হন। এ ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
দুর্ঘটনার পর সিলেট জেলার ফায়ার সার্ভিস ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।