Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ১৬ অক্টোবর ২০২০

প্রিন্ট:

১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট

সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বিমান প্রতিমন্ত্রী মো. মাহবিব আলীর চেষ্টায় প্রথমবারের মতো এই রুটে সরাসরি সেবা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিমান কর্তৃপক্ষ জানায়, প্রথমে সপ্তাহে দুইটি ফ্লাইট সিলেট থেকে সরাসরি কক্সবাজার যাবে এবং দুইটি ফ্লাইট সরাসরি কক্সবাজার থেকে সিলেটে আসবে। এই সেবা চালু হবে আগামী ১২ নভেম্বর থেকে। সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট-কক্সবাজাবার এবং রোববার ও মঙ্গলবার কক্সবাজার-সিলেট রুটে চলবে এই ফ্লাইট।

সকল ভ্যাট-ট্যাক্সসহ সিলেট-কক্সবাজার রিটার্ন টিকেটের দাম পড়বে ৯ হাজার ৪০০ টাকা। শুধু যাওয়া কিংবা আসার ক্ষেত্রে টিকেটের দাম পড়বে ৪ হাজার ৭০০ টাকা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables