Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপস চালু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ১৩ জুলাই ২০১৯

প্রিন্ট:

‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপস চালু

ঢাকা : হজযাত্রা সহজ ও গতিশীল করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপস চালু করেছে। বুধবার বিমানের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহজে হজ যাত্রীরা যাতে সব তথ্য পেতে পারে সেজন্য ‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপসটি চালু করা হয়েছে। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল অ্যাপস। যেকোনো স্মার্টফোনে অ্যাপসটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করলে দেশের যেকোন প্রান্ত হতে হজ ফ্লাইট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপসের মাধ্যমে হজযাত্রীরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য, বিলম্ব নোটিফিকেশন্স, হজ ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল ও হজ নির্দেশনা জানতে পারবেন।

বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার যাত্রা নিশ্চিত করতে এ অ্যাপস চালু করেছে বিমান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer