Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৯ ১৪৩২, মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ৭ আগস্ট ২০২৪

প্রিন্ট:

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

ফাইল ছবি

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ৫ আরোহী। মৃতদের মধ্যে পাইলট ছাড়া বাকি চারজনই ছিল চীনা পর্যটক।বুধবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এয়ার ডাইনেস্টি হেলিকপ্টারটি রাজধানী কাঠমান্ডু থেকে উড্ডয়নের তিন মিনিটের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই নুয়াকোট জেলার সূর্যচৌর অঞ্চলের পাহাড়ি ঢালের একটি জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। এরপর তাৎক্ষণিকভাবে আরেকটি হেলিকপ্টারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল উদ্ধার তৎপরতার জন্য।

দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নুওয়াকোট জেলা কর্মকর্তা রাম কৃষ্ণ অধিকারী। উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে দুই পুরুষ, একজন মহিলা এবং হেলিকপ্টারের পাইলটকে সনাক্ত করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables