Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৮ ১৪৩২, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

বহুমাত্রিক.কম’র সেই প্রতিবেদন: লেখক স্বীকৃতি না দিয়ে নাটক নির্মাণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৭, ১৪ অক্টোবর ২০২১

আপডেট: ০১:৩৬, ১৪ অক্টোবর ২০২১

প্রিন্ট:

বহুমাত্রিক.কম’র সেই প্রতিবেদন: লেখক স্বীকৃতি না দিয়ে নাটক নির্মাণ

বহুমাত্রিক.কম-এ প্রকাশিত সেই প্রতিবেদন

১৯৭১ সালে গাজীপুরের বাড়িয়ায় সংঘটিত চাপা পড়ে থাকা রোমহর্ষক গণহত্যা নিয়ে বহুমাত্রিক.কম এ প্রকাশিত প্রতিবেদনের মূল লেখকের স্বীকৃতি না দিয়ে পরিবেশ থিয়েটার নির্মাণের বিষয়ে অভিযোগ উঠেছে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ব্যাপারে যথাযথ নিতে বুধবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক এর নিকট লিখিত অভিযোগ করেছেন প্রতিবেদক সৈয়দ মোকছেদুল আলম লিটন।

এ সময় গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক রাহিম সরকার, সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, সাদেক আলী, হোসেন ইমাম, আশজাদ রসুল সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত অভিযোগে সৈয়দ মোকছেদুল আলম লিটন দাবি করেন, ১৯৭১ সালের ১৪মে মুক্তিযুদ্ধ চলাকালীন গাজীপুরের বাড়িয়ায় সংঘটিত গণহত্যার ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশ থিয়েটার নির্মাণের কাজ শুরু হয়েছে। এ জন্য জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুর বরাবর ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বছরখানেক আগে জেলা কালচারাল অফিসার শারমীন জাহান এ বিষয়ের প্রতিবেদন বা লেখা সংগ্রহ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করেন।

সৈয়দ লিটন অভিযোগ করেন, ‘২০১৬ সালের ১৬ ডিসেম্বর “বাড়িয়া গণহত্যা: চাপা পড়া বর্বরতার শিউরে উঠা কাহিনী” শিরোনামে সৈয়দ মোকছেদুল আলম এর নামে বিশেষায়িত অনলাইন নিউজ পোর্টাল বহুমাত্রিক.কম-এ প্রকাশিত গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। ইতোপূর্বে বাড়িয়া গণহত্যা নিয়ে এরকম কোন প্রতিবেদন কোথাও প্রচার বা প্রকাশিত হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও দলিলপত্রে ‘বাড়িয়া’র গনহত্যার’ ঐতিহাসিক বিষয়টি সন্নিবেশিত হয়নি।

জেলা কালচারাল অফিসার শারমীন জাহান জানান, দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন হবার পর সৈয়দ মোকছেদুল আলম লিটনের গবেষণা প্রতিবেদনটি নির্বাচিত হয়েছে। এ প্রেক্ষিতে মূল লেখকের স্বীকৃতি চেয়ে অফিসিয়াল চিঠি ইস্যু করতে বললে শারমীন জাহান জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাটক ও চলচ্চিত্র বিভাগ এ বিষয়টির সমাধান না দিলে তাঁর কিছু করার নেই।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer