Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৮ ১৪৩২, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

বিডি নিউজ প্রধান সম্পাদকের ফের জামিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৮, ২০ অক্টোবর ২০২০

প্রিন্ট:

বিডি নিউজ প্রধান সম্পাদকের ফের জামিন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে আবারও জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার তিনি সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিন চাইলে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ জামিন মঞ্জুর করেন।

`অবৈধভাবে` সম্পদ অর্জনের অভিযোগে গত ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ ওই মামলা দায়ের করেন। গত ২৬ আগস্ট তৌফিক ইমরোজ খালিদীকে ৮ সপ্তাহের জামিন দেন হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার বিচারিক আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

আদালতে তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে জামিন শুনানি করেন কাজী নজিবুল্লাহ হিরু, আব্দুর রহমান হওলাদার, মিজানুর রহমান মামুন, প্রকাশ রঞ্জন বিশ্বাস প্রমুখ আইনজীবী। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

মামলায় বলা হয়েছে, কোনো ধরনের বৈধ উপার্জন ছাড়াই তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট্র ব্যাংক লিমিটেডের চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন। `ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে` তিনি এসব টাকা অর্জন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer