Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ১৯ জুলাই ২০২০

প্রিন্ট:

সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। দৈনিক নতুন কাগজ নামে একটি পত্রিকা খুলে তথ্য অধিদপ্তর থেকে এই কার্ড নিয়েছিলেন তিনি।  

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এই তথ্য নিশ্চিত করে বলেন, যদি কেউ আইনশৃঙ্খলা বিরোধী কাজ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে তাহলে তার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে। নীতিমালাতেই এটি আছে। সাহেদ প্রতারণার মামলায় গ্রেপ্তার হওয়ায় তার অ্যাক্রেডিটেশন কার্ডটি বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর গা-ঢাকা দেন সাহেদ। এরপর গত বুধবার সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে একটি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পর বুধবার সকালেই সাহেদকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। ঢাকায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে অভিযানে যায় র‌্যাব। পরে তাকে তার মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables