Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

কবি ও সাংবাদিক ফখরে আলম আর নেই

কাজী রকিবুল ইসলাম, যশোর

প্রকাশিত: ১৫:১১, ১৪ মে ২০২০

প্রিন্ট:

কবি ও সাংবাদিক ফখরে আলম আর নেই

ছবি- বহুমাত্রিক.কম

দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি কবি ফখরে আলম বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি......) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

সকাল ৮টার দিকে তিনি যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে সকাল ৯ টা ৪৮ মিনিটে জরুরী বিভাগের ইন্টার্ণ চিকিৎসক স্বপন তাকে মৃত ঘোষনা করেন।

তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অংখ্যাক আত্মীয় স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

তিনি ১৯৬১ সালের ২১ জুন যশোর শহরে জন্মগ্রহন করেন। বাবা শামসুল হুদা পুলিশ কর্মকর্তা ছিলেন। ১৯৮৫ সালে সাপ্তাহিক রোববার পত্রিকার প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ, বাংলাবাজার পত্রিকা, মানবজমিন, জনকন্ঠ, আমাদের সময়, যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতা করেন। সর্বশেষ তিনি কালের কন্ঠে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তিনি সাংবাদিকতায় মুক্তিযুদ্ধ জাদুঘরের বজলুর রহমান স্মৃতি পদক, মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কার, এফপিএবি পুরস্কার, মধুসূদন একাডেমি পুরস্কার, এফইজেবি পুরস্কার, টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার লাভ করেন।

এছাড়াও তার রিপোর্টারের ডায়েরি, হাতের মুঠোয় সাংবাদিকতা , ডাকে প্রেম তুষার চুম্বন, তুই কনেরে পাতাসী, খুলে ফেলি নক্ষত্রের ছিপি, এ আমায় কনে নিয়ে আলি, অন্ধকার চুর্ণ করিসহ ৩৪ টি গ্রন্থ ও কবিতার বই রয়েছে।

বৃহস্পতিবার আছরবাদ যশোর জিলা স্কুল মাঠে মরহুমের জানাজা শেষে চাঁচড়ার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

বহুমাত্রিক.কম