Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে দেশের টেলিভিশন ক্ষতিগ্রস্ত হচ্ছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ১০ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে দেশের টেলিভিশন ক্ষতিগ্রস্ত হচ্ছে

ঢাকা : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ডাউনলিংককৃত বিদেশি চ্যানেলে আইনানুযায়ী কোনো বিজ্ঞাপন প্রচার করা যায় না। দেশে ব্যবসা করতে হলে আইন মেনেই করতে হবে বলে বিদেশি চ্যানেলের পরিবেশকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।

বুধবার সকালে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে বেসরকারি টেলিভিশনের মালিকরা উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী বলেন, আইন না মেনে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে দেশের টেলিভিশনের পাশাপাশি পত্রিকাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ সময় কেবল নেটওয়ার্ককে ডিজিটাল করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন অ্যাটকো নেতারা। বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার পুরোপুরি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন তারা।

বিদেশ থেকে বিজ্ঞাপন তৈরি করে দেশীয় চ্যানেলে প্রচার করায় দেশীয় বিজ্ঞাপন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে মন্ত্রী এ ব্যাপারেও পদক্ষেপ নেয়া হবে বলে জানান।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables