Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাজনৈতিক চাপে সাংবাদিক সাফিনার পুরস্কার বাতিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ১৯ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

রাজনৈতিক চাপে সাংবাদিক সাফিনার পুরস্কার বাতিল

ছবি- সংগৃহীত

ভারতের কাশ্মিরের নারী সাংবাদিক সাফিনা নবিকে (৩২) একটি প্রতিবেদনের জন্য পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিল পুণে ইনস্টিটিউট।

কিন্তু অনুষ্ঠানের ঠিক আগে বাতিল করা হলো সেই পুরস্কার। সাফিনার দাবি, রাজনৈতিক চাপেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

সাফিনা জানিয়েছেন, পুরস্কার নিতে গত ১৭ সেপ্টেম্বর পুণে রওনা হওয়ার কথা ছিল তার। এর আগের দিন ওই প্রতিষ্ঠান থেকে একজন ফোন করে তাকে জানান, পুরস্কারটি বাতিল করা হয়েছে। তার আর আসার প্রয়োজন নেই।

এই সিদ্ধান্তের কারণ জিজ্ঞাসা করলে সাফিনাকে জানানো হয়, তাকে ওই পুরস্কারের জন্য নির্বাচিত করায় কর্তৃপক্ষকে প্রচণ্ড রাজনৈতিক চাপের মুখোমুখি হতে হচ্ছে।

গত কয়েক দশক ধরে লাগাতার সংঘর্ষ আর অশান্তির জেরে আজও নিখোঁজ কাশ্মিরের কয়েক হাজার পুরুষ। তাদের স্ত্রীরা আজও জানেন না, স্বামীরা বেঁচে রয়েছেন কি-না।

তারা স্বামীর সম্পত্তির আইনি অধিকারী কি-না। বহু বছর ধরে স্বামী নিখোঁজ থাকলেও পুনর্বিবাহ করা উচিত কি না সে বিষয়ে দ্বন্দ্ব আর অপরাধবোধে ভোগেন অধিকাংশই। এদের পোশাকি নাম ‘হাফ উইডো’। অর্থাৎ ‘অর্ধেক বিধবা’।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables