Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

ফণীর প্রভাবে বাঁধ ভেঙে গেলে কন্ট্রোল রুমে যোগাযোগের অনুরোধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৭, ৪ মে ২০১৯

প্রিন্ট:

ফণীর প্রভাবে বাঁধ ভেঙে গেলে কন্ট্রোল রুমে যোগাযোগের অনুরোধ

ঢাকা : দেশে ঘূর্ণিঝড় `ফণী`র প্রভাবে কোথাও বেড়িবাঁধ ভাঙার উপক্রম হলে বা ভেঙে গেলে তা জানানোর অনুরোধ জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যা আগামী ২৪ ঘণ্টা খোলা থাকবে।


শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় `ফণী`র প্রভাবে সারাদেশে কোথাও বেড়িবাঁধ ভাঙলে বা ভাঙার উপক্রম হলে জরুরি ভিত্তিতে দেশের আপামর জনসাধারণকে পানিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর- ০২৯৫৪০৭০১। কন্ট্রোল রুমটি ২৪ ঘণ্টা খোলা রয়েছে। কর্মকর্তাদের মাঝে এই কন্ট্রোল রুমের দায়িত্ব বণ্টন করে ইতোমধ্যে মন্ত্রণালয় এক অফিস আদেশ জারি করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer