Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

কেনিয়াকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতলো বাংলাদেশ কাবাডি দল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৫, ২ এপ্রিল ২০২১

প্রিন্ট:

কেনিয়াকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতলো বাংলাদেশ কাবাডি দল

ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু কাপ কাবাডি প্রতিযোগিতায় ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে ফাইনাল খেলতে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণও হয়েছে অবশেষে। পিছিয়ে থেকেও কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে স্মরণকালে প্রথমবারের মতো কোনও ট্রফি জিতলো বাংলাদেশ কাবাডি দল।

শুক্রবার সন্ধ্যায় পল্টন সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে প্রথমার্ধ খুবই বাজে কেটেছিল স্বাগতিকদের। আফ্রিকার দল কেনিয়া ১৮-১০ পয়েন্টে বিরতিতে গিয়েছিল অতিথি দলটি। প্রথমার্ধের পর দর্শকরা হতাশ হয়ে পড়েছিলেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একের পর এক পয়েন্ট নিয়ে প্রথমে সমতায় ফেরে। তারপর আস্তে আস্তে কেনিয়াকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে উপহার দিয়েছে আন্তর্জাতিক ট্রফি। লিগ পর্বে পোল্যান্ড, কেনিয়া, শ্রীলংকা ও নেপালকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables