Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ২২ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করায় জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ গত বুধবার ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে ছয় উইকেটে পরাজিত করার পর আজ দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটে পরাজিত করেছে।

অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমি প্রধানমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করায় সকল খেলোয়াড়, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables