Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

মাশরাফির বাবা-মাসহ পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ৮ আগস্ট ২০২০

প্রিন্ট:

মাশরাফির বাবা-মাসহ পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা মোর্ত্তজা বলাকা, মামি কামরুন্নাহার কুহু এবং ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া করোনায় আক্রান্ত হয়েছেন।

নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ১৯ জন ও কালিয়া উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত নড়াইলে সর্বমোট ৮৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পুলিশ সুপার ও ১২ চিকিৎসকসহ ৫৬৪ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং ১২ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ২৫ জন হাসপাতালে ও অন্যরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন ।

গত ২০ জুন মাশরাফি বিন মর্তুজাও করোনায় আক্রান্ত হন। পরে ঢাকার বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি। মাঝে পরীক্ষা করিয়েও পজিটিভ ফল পাওয়া যায়। এরপর গত ১২ জুলাই আবার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪ জুলাই রাতে কোভিড-১৯ নেগেটিভ ফল পাওয়া যায়। এছাড়া এমপি মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি এবং ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা সিজারও করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables