Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

এবার স্থগিত হল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ১২ মার্চ ২০২০

প্রিন্ট:

এবার স্থগিত হল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস

ঢাকা : শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষের’ ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতার সবচেয়ে বড় আসর ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’।

আগামী ১ থেকে ১০ এপ্রিল ৩১ ডিসিপ্লিন নিয়ে হওয়ার কথা ছিল গেমসের নবম আসর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপিকে গেমস স্থগিত করতে বলেছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা জরুরী সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই স্থগিত করা হয়েছে বাংলাদেশ গেমসের নবম আসর।

আগামী ১-১০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেশের অলিম্পিক খ্যাত বাংলাদেশ গেমসের। তবে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে স্থগিত করা হয়েছে এ ইভেন্ট।