Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

মুজিববর্ষে এশিয়া ও বিশ্ব একাদশ ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

মুজিববর্ষে এশিয়া ও বিশ্ব একাদশ ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত

ঢাকা : নানা আয়োজনে এ বছর পালিত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ক্রীড়া অঙ্গনেও চলছে নানা আয়োজনের প্রস্তুতি।এর মধ্যে বড় আকর্ষণ হল এশিয়া একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের টি-২০ ম্যাচ। অবশেষে বিসিবি এই টি-২০ ম্যাচের সূচি চূড়ান্ত করেছে।

শনিবার  আসলো তার চূড়ান্ত ঘোষণা। মার্চ মাসের ১৮ তারিখে প্রথম এবং ২১ তারিখে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। সময় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘মার্চের ১৮ ও ২১ তারিখ শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ দুটি আয়োজন করা হচ্ছে। এশিয়ার বোর্ডগুলোকে ক্রিকেটাররা ফ্রি থাকলে তাদের খেলার জন্য পাঠানোর কথা বলা হয়েছে।’

এশিয়া একাদশে খেলার জন্য ভারতের পাঁচজন ক্রিকেটার চাওয়া হয়েছে। তবে কারা খেলবেন তা এখনও নিশ্চিত হয়নি।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা এর আগে জানিয়েছেন, তারা বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচের জন্য পাঁচজন ক্রিকেটার দেবেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables