Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

মার খাননি ‘টাইগা্র রবি’ : অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ২৮ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

মার খাননি ‘টাইগা্র রবি’ : অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কোমরে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন রবিউল ইসলাম রবি নামে বাংলাদেশ দলের এক সমর্থক। নাজমুল হোসেন, মুশফিকুর রহিমদের খেলা গ্যালারিতে বসে দেখতে  ভারতের কানপুরে অবস্থান করছেন তিনি।

গতকাল সেখানে ভারত বনাম বাংলাদেশের মধ্যকার চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিনে স্থানীয় সমর্থকদের হাতে পিটুনির শিকার হয়েছেন বলে প্রথমে অভিযোগ করেন ‘টাইগার রবি’ নামে পরিচিত এই দর্শক। তবে সেই অভিযোগ  যেমন উড়িয়ে দিয়েছেন কানপুরের এসিপি অভিষেক পান্ডে, তেমনি রবিও জানিয়েছেন, তিনি আসলে অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন।

টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতির মধ্যে ভারতের কিছু সমর্থক যেচে পড়ে শুরুতে কথা কাটাকাটি এবং পরে পেছন থেকে কোমরে ঘুষি দেন বলে অভিযোগ করেন রবি। তবে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এমন কোনো অভিযোগের সত্যতা পায়নি কানপুর পুলিশ। পরে এক ভিডিও বার্তায় এসিপি অভিষেক বলেন, ‘সে শরীরে  পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ ও মেডিক্যাল সাপোর্ট টিম তাঁকে জরুরি ভিত্তিতে সহায়তা করেছে।
তাঁর অভিযোগ পুরোটাই অসত্য। কোনো ভক্ত তাঁকে মারধর করেনি।’

পরে আরেক ভিডিওতে দেখা যায়, রবি নিজেও শারীরিক অসুস্থতার কথা স্বীকার করেছেন, ‘আমার শরীর খারাপ হওয়ায় পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে। এখন আমি ভালো আছি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables