
ফাইল ছবি
টেস্টে ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে এখনও হারাতে পারেনি বাংলাদেশ। সেই অভাব মোচন থেকে মাত্র ৩ উইকেট দূরে টিম টাইগার। সিলেট টেস্টে পঞ্চম দিনের শুরুতেই জয় পেয়ে যেতে পারে নাজমুল হোসেন শান্ত বাহিনী। জিতলে ম্যাচটা টাইগারদের জন্য আত্মবিশ্বাসের জায়গা হয়ে থাকতে পারে বলে মনে করেন তাইজুল ইসলাম।
দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১১৩ রান করেছে নিউজিল্যান্ড। ৪৪ রান নিয়ে ড্যারেল মিচেল ও ৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন ইশ সোধি। কিউইদের অলআউট করার জন্য আরও একদিন সময় পাবে টাইগাররা। বলা যায়, জয়ের দ্বারপ্রান্তেই টিম বাংলাদেশ।
চতুর্থ দিনের খেলা শেষে শুক্রবার (১ ডিসেম্বর) বাংলাদেশ দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাইজুল ইসলাম। সেখানেই বড় দলের বিপক্ষে জেতার অনুভূতি নিয়ে কথা বলেন তিনি। তাইজুল বলেন, ‘বড় টিমকে হারানোর মজাই আলাদা। নিজেদের আত্মবিশ্বাস বাড়ে, দলে পরিবর্তন আসে। এটা যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ, চেষ্টা করব আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে। আমরা এখনও জিতিনি। কাল সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’
এ ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনটা যিনি খুব ভালো করে থাকেন। সাকিব না থাকায় আরেক বাঁহাতি স্পিনার তাইজুলের কাঁধেই ছিল গুরুদায়িত্ব। যদিও সাকিবের না থাকাটা তার জন্য কোনো সমস্যার কারণ না বলে জানালেন তাইজুল। তিনি বলেন, ‘সাকিব ভাই থাকুক আর না থাকুক, আমার সাথে আরও স্পিনাররা আছে। গেম বাই গেম প্ল্যান এরকম হয়- কেউ উইকেট নিবে, কেউ রান আটকে রাখবে। আমি রান আটকালে হয়ত মিরাজ বা নাঈম উইকেট পেত। যে থাকুক আর না থাকুক, আমরা ভালো খেলছি কি না এটাই জরুরি।’
নিউজিল্যান্ড সফরে তিন ওয়ানডের জন্য বৃস্পতিবার (৩০ নভেম্বর) দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে সুযোগ পাননি তাইজুল ইসলাম। যদিও এ বছর ৬টি ওয়ানডেতে তিনি শিকার করেছেন ১০ উইকেট। তা সত্ত্বেও ওয়ানডে দলে জায়গা পাননি বলে আফসোস এ স্পিনারের। তাইজুল জানান, ‘আফসোস তো সবারই থাকে। আমারও আফসোস আছে। কাল তো টিম দিছে, আপনারা তো জানেন। এটা নিয়ে আমি কথা বলতে চাই না।’