Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩২, বুধবার ৩০ এপ্রিল ২০২৫

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ১১ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার দুই ছেলে সিয়াম মিয়া (১২) ও রায়হান মিয়া (১০) আহত হয়েছে।

শুক্রবার বিকেলে নিহতের মেজো ভাই দাউদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার  রাত দেড়টার দিকে ইসোয়াতিনিতে সড়ক দুর্ঘটনায় নিহত হন ব্যবসায়ী গিয়াস।

নিহত গিয়াস উদ্দিন ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামের মৃত হাজি শফিউল্লাহ মিয়ার পঞ্চম সন্তান। তিনি ২০০৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ড অঙ্গরাজ্যের ইসোয়াতিনি শহরে পরিবার নিয়ে বসবাস করছিলেন এবং একটি শপিং সেন্টারের ব্যবসা করতেন। ২০১৯ সালে আত্মীয়দের হাতে তার ছোট ভাই নিহতের পর এবার সড়ক দুর্ঘটনায় গিয়াস মারা গেলেন।

মেজো ভাই দাউদ মিয়া জানান, দক্ষিণ আফ্রিকা থেকে দুই ছেলেকে নিয়ে জার্মানি ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গিয়াস। সেজন্য ওই শহরের ভিসা সেন্টার থেকে ভিসার আবেদন শেষ করে প্রাইভেটকার চালিয়ে ফিরছিলেন। এ সময় প্রাইভেটকারটি একটি মালবাহী লরির সঙ্গে ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গাড়িতে থাকা দুই ছেলে আহত হয়। তারা সুস্থ আছে বলে জানতে পেরেছি।

তিনি বলেন, আমাদের ৭ ভাইয়ের মধ্যে দুই ভাই দক্ষিণ আফ্রিকায় মারা গেল। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর সবার ছোট ভাই ইউসুফ মিয়া আত্মীয়দের হাতে নিহত হয়। সেও ব্যবসা করত। এখন আরেক ভাই মারা গেল, তার মরদেহ আনার ব্যবস্থা করা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer